সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

অন্যরকম তোর আবেশে


অন্যরকম তোর আবেশে
- যাযাবর জীবন

আজ সকালটা অন্যরকম
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
স্বপ্ন ভাঙলো ফোনে
ঘুমঘোরে হ্যালোও
মধু গুঞ্জন কানে
চোখের ঘুম উধাও
চাঁদ উঠলো দিনে
চাঁদনি সুধা মনে;

আজ দিনটা অন্যরকম
অন্যরকম
অন্যরকম
তোর ফোনে;

আজ রোদ উঠেছে
মেঘ করেছে
বৃষ্টি নেমেছে ঝুম
আজ সূর্যই আমার চাঁদ
তো'তে মেতে আজ
চাঁদনি স্নানের ধুম;

আজ দিনটা অন্যরকম তোর আবেশে
ভিন্নরকম স্বপ্নাবেশে
সারাটা দিন তো'তে মেতে
তোর ফোনেতে
তোর ফোনেতে;
আজ দিনটা অন্যরকম
অন্যরকম
অন্যরকম।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন