শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

প্রেমাকাশে নীল



প্রেমাকাশে নীল
- যাযাবর জীবন


অনেক মেঘ আকাশে
নীল আকাশে রঙের মেলা
সাদা, কালো, নীল আর ধূসরে মিলেমিশে;

নীল কত রকম হয় জানিস?
প্রেমাকাশে ডানা যদি না ই মেললি তবে নীল চিনবি কি করে?
তোর জন্য সাদা কালোই ভালো
হাসি ও কান্নার মত
বাকি রঙ এর অনুভূতিগুলো না হয় আমারই থাকলো,
একান্তই আমার;
তোকে ভালোবেসে।


উড়ু উড়ু জীবন



উড়ু উড়ু জীবন
- যাযাবর জীবন



উড়তে গেলে ডানা
ডানায় রোদ বৃষ্টি
উড়তে উড়তে ক্লান্ত
তবুও উড়াল পাখি
উড়তে নীল আকাশ
উড়ু উড়ু মন
উড়ে উড়ে ক্লান্ত
উড়াল ডানায় জীবন।


অন্যরকম দেখা


অন্যরকম দেখা
- যাযাবর জীবন


আমার যখন খুব দেখতে ইচ্ছে করে তোকে
আমি চোখ বন্ধ করি,
মন আয়নায় তোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখি;

আমার যখন খুব ছুঁতে ইচ্ছে করে তোকে
আমি ঘুমিয়ে পরি,
স্বপ্নে স্বপ্নে কত আদরই না করতে পারিস তুই!

ইচ্ছে মানেই তুই
ইচ্ছে হলেই ছুঁই
জীবনটা স্বপ্ন হলে কত অন্যরকমই না হতো!


পেঁজা তুলো ভেজা



পেঁজা তুলো ভেজা
- যাযাবর জীবন



অনেক দূরে তুই
পেঁজা পেঁজা তুলো উড়ছে আকাশে
ভেজা ভেজা মন মেঘের ছায়া
আকাশে নীল আছে বেদনা নেই
আকাশে মেঘ আছে কান্না নেই
আকাশের আছে বিশালতা, ক্ষুদ্রতা আমার
আমি হয়তো সেভাবে ভালোবাসতে পারি নি তোকে;

পাহাড় দেখেছিস?
পাহাড়ে সবুজ আছে আমি সাদাকালো
পাহাড় নিঃশব্দ, নিস্তব্ধ আমি তোতে মগ্ন
পাহাড় কঠিন কঠোর
আমাকে রুক্ষ করেছে জীবন
আর ভালোবাসা?
আরে পাহাড়েও আছে কান্না,
অনেক দূরে তুই
ভেজা ভেজা কান্না ভাসছে পাহাড়ে
ঝর্ণা বেয়ে সাগর লোনা
আমি তোতে ভেজা।



ডানা মেলা আকাশ



ডানা মেলা আকাশ
- যাযাবর জীবন



হঠাৎ হঠাৎই আসিস মনে
খুব হঠাৎ, সংগোপনে
কখনো স্বপ্নে স্বপ্নে, ঘুম ভাঙিয়ে
কখনো বা আচমকাই জাগরণে,
মনের অজান্তে, খুব গোপনে;

ভুলে থাকার কারণ খুঁজেছিলি তুই
আসলে কি ভুলে থাকা যায়?
অথচ দেখ মনে রাখার কোন কারণ লাগে না;
আমিও কি আসি না খুব হঠাৎই তোর মনে?
খুব গোপনে, সংগোপনে;

যখনই আমি আকাশ হয়েছি
তুই হয়েছিস পাখি,
এখন না হয় অভিমানে নীল হারিয়েছে আকাশ
মেঘ তো আছে! ধূসর ধূসর,
খুব করে একবার ঝরে গেলেই আবার নীল ফিরে পাবে আকাশ;
আচ্ছা! সত্যি করে বলতো, ভাসতে ইচ্ছে করে না তোর?

আমি আকাশ ছড়িয়ে দিয়েছি
তুই ডানা মেলে দে এবার।


মনপাখি




মনপাখি
- যাযাবর জীবন



যখনই আকাশে ভাসি
আমি মন পাখি
ডানায় নীল
ডানায় মেঘ
আর ডানায় রৌদ্দুর মাখি
তুই মেখে থাকিস মনে
আমি তোতে মাখামাখি

একদিন ঠিক উড়ে যাব মন মেখে মনে
নীলের গন্ধ থাকবে না ডানায়
একদিন আমিও আকাশ হয়ে যাব
সেদিন খুঁজবি আমায় ঠিক, দূর অজানায়

ভালোবাসা মানে নীল কষ্ট
আর মন দুঃখ দুঃখ বিলাস
ভালোবাসা মানেই
আমি তুই আর নীলে ভরা আকাশ



নীলে ডুব



নীলে ডুব
- যাযাবর জীবন


নীল তো কেবল একটি রঙ
আমি আকাশে উড়ি, আকাশ দেখি
সাগরে ডুবি, সাগর মাখি
আমি দুঃখ মাখি না গায়ে
নীল বসে না আমার ডানায়
কখনো কখনো নীল নীল স্বপ্ন চোখে বসে
ঘুমোতে দেয় না আমায়;

তুই সবুজ হয়েছিলি ভালোবাসায়
ধূসর হয়ে গিয়েছিলি অবহেলায়
কালো মেখেছিস প্রত্যাখ্যানে
অপমানে হলদেটে হতে হতে
গাঢ় হলুদ হয়ে গিয়েছিস ঘৃণায়
তারপর দুঃখে দুঃখে রক্ত হয়ে গিয়েছিস লালে,
আচ্ছা এখন স্বপ্ন বসে কি তোর দু চোখে?
নীল নীল ঘুম ভাঙানিয়া অবোধ্য কষ্টের স্বপ্ন;

নীল ছুঁয়ে দিলেই আকাশ হওয়া যায় না
আমি শুধু ভাসতে চেয়েছি নীলে, ডানায় নীল মেখে,
নীল নীল স্বপ্নগুলো ভেসে ওঠে আমার দু চোখে;

সাগর হওয়া যায় না নীল মাখলে গায়ে
আমি তো শুধু ডুবতে চেয়েছি নীলে, সারা গায়ে নীল মেখে,
আমি ডুবে গিয়েছি তোতে।



মন কোথায়?


মন কোথায়?
- যাযাবর জীবন



কেও পাখি হতে চায়
কেও মেঘ
আমি আকাশ নই

তুই ভালোবাসা খুঁজিস
আমার বুক চিরে চিরে;
শুধু শুধুই আমায় রক্তাক্ত করিস মাঝে মাঝে
কিংবা রক্তাক্ত তুই নিজেতে নিজে,

আরে বুকের বাঁ পাশটায় হৃদপিণ্ড থাকে,
ওখানে কি মন বাস করে?
ভালোবাসা পাবি কি করে ওখানে খুঁড়ে?



ভেজা চাঁদে




ভেজা চাঁদে
- যাযাবর জীবন </b>


চা-চুমু খাই নি অনেক দিন হয়ে গেছে
চাঁদটা ভিজছে জ্যোৎস্নায়,

আয় রাত ভেজাই ঠোঁটেঠোঁটে



রাতকথা



রাতকথা
- যাযাবর জীবন


রাত অন্ধকার
রাত কালো
তুই চাঁদনি তুই আলো,
কারো রাত ঘুম
কারো নির্ঘুম
আমার দুচোখ জুড়ে তুই,
রাত ভাবায়
রাত ভাসায়
তুই কোথায় তুই কোথায়?
রাত স্বপ্ন
রাত গভীর
রাত হলেই আমি তোতে ডুব;

ভালোবাসা?
আছে তো! কোথাও না কোথাও,
তুই?
আছিস মনে মনে, সংগোপনে;

আমি চাঁদ খুলে খুলে চাঁদনি খুঁজি
জানালার ওপাশে অন্ধকার
আমি স্বপ্নে স্বপ্নে তোতে মরি
স্বপ্ন ভাঙলে মন হাহাকার;

তুই কোথায়?
চোখ বন্ধ করলেই অন্ধকার
হাওয়া কড়া নাড়ে, খোলা জানালায়;
যেদিন থেকে মনে তুই
সেদিন থেকে আমি রাত।



স্বপ্ন সিঁড়ি


স্বপ্ন সিঁড়ি
- যাযাবর জীবন


আধো ঘুমে আধো জাগরণে আর আধো আধো স্বপ্নে কেটে যায়
এক একটা খেয়ালি রাত
আকাশ অন্ধকার করে থাকে অমাবস্যার খেয়ালি চাঁদ
স্বপ্নের সিঁড়ি কোথায় নেমে গেছে কেও জানে না
খেয়ালি রাতে আমি স্বপ্নে জেগে থাকি চাঁদনি প্রেমে
তুই সুখস্বপ্নে বিভোর গভীর ঘুমে