নীলে ডুব
- যাযাবর জীবন
নীল তো কেবল একটি রঙ
আমি আকাশে উড়ি, আকাশ দেখি
সাগরে ডুবি, সাগর মাখি
আমি দুঃখ মাখি না গায়ে
নীল বসে না আমার ডানায়
কখনো কখনো নীল নীল স্বপ্ন চোখে বসে
ঘুমোতে দেয় না আমায়;
তুই সবুজ হয়েছিলি ভালোবাসায়
ধূসর হয়ে গিয়েছিলি অবহেলায়
কালো মেখেছিস প্রত্যাখ্যানে
অপমানে হলদেটে হতে হতে
গাঢ় হলুদ হয়ে গিয়েছিস ঘৃণায়
তারপর দুঃখে দুঃখে রক্ত হয়ে গিয়েছিস লালে,
আচ্ছা এখন স্বপ্ন বসে কি তোর দু চোখে?
নীল নীল ঘুম ভাঙানিয়া অবোধ্য কষ্টের স্বপ্ন;
নীল ছুঁয়ে দিলেই আকাশ হওয়া যায় না
আমি শুধু ভাসতে চেয়েছি নীলে, ডানায় নীল মেখে,
নীল নীল স্বপ্নগুলো ভেসে ওঠে আমার দু চোখে;
সাগর হওয়া যায় না নীল মাখলে গায়ে
আমি তো শুধু ডুবতে চেয়েছি নীলে, সারা গায়ে নীল মেখে,
আমি ডুবে গিয়েছি তোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন