স্বপ্ন সিঁড়ি
- যাযাবর জীবন
আধো ঘুমে আধো জাগরণে আর আধো আধো স্বপ্নে কেটে যায়
এক একটা খেয়ালি রাত
আকাশ অন্ধকার করে থাকে অমাবস্যার খেয়ালি চাঁদ
স্বপ্নের সিঁড়ি কোথায় নেমে গেছে কেও জানে না
খেয়ালি রাতে আমি স্বপ্নে জেগে থাকি চাঁদনি প্রেমে
তুই সুখস্বপ্নে বিভোর গভীর ঘুমে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন