শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

প্রেমাকাশে নীল



প্রেমাকাশে নীল
- যাযাবর জীবন


অনেক মেঘ আকাশে
নীল আকাশে রঙের মেলা
সাদা, কালো, নীল আর ধূসরে মিলেমিশে;

নীল কত রকম হয় জানিস?
প্রেমাকাশে ডানা যদি না ই মেললি তবে নীল চিনবি কি করে?
তোর জন্য সাদা কালোই ভালো
হাসি ও কান্নার মত
বাকি রঙ এর অনুভূতিগুলো না হয় আমারই থাকলো,
একান্তই আমার;
তোকে ভালোবেসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন