শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

পেঁজা তুলো ভেজা



পেঁজা তুলো ভেজা
- যাযাবর জীবন



অনেক দূরে তুই
পেঁজা পেঁজা তুলো উড়ছে আকাশে
ভেজা ভেজা মন মেঘের ছায়া
আকাশে নীল আছে বেদনা নেই
আকাশে মেঘ আছে কান্না নেই
আকাশের আছে বিশালতা, ক্ষুদ্রতা আমার
আমি হয়তো সেভাবে ভালোবাসতে পারি নি তোকে;

পাহাড় দেখেছিস?
পাহাড়ে সবুজ আছে আমি সাদাকালো
পাহাড় নিঃশব্দ, নিস্তব্ধ আমি তোতে মগ্ন
পাহাড় কঠিন কঠোর
আমাকে রুক্ষ করেছে জীবন
আর ভালোবাসা?
আরে পাহাড়েও আছে কান্না,
অনেক দূরে তুই
ভেজা ভেজা কান্না ভাসছে পাহাড়ে
ঝর্ণা বেয়ে সাগর লোনা
আমি তোতে ভেজা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন