শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

মনপাখি




মনপাখি
- যাযাবর জীবন



যখনই আকাশে ভাসি
আমি মন পাখি
ডানায় নীল
ডানায় মেঘ
আর ডানায় রৌদ্দুর মাখি
তুই মেখে থাকিস মনে
আমি তোতে মাখামাখি

একদিন ঠিক উড়ে যাব মন মেখে মনে
নীলের গন্ধ থাকবে না ডানায়
একদিন আমিও আকাশ হয়ে যাব
সেদিন খুঁজবি আমায় ঠিক, দূর অজানায়

ভালোবাসা মানে নীল কষ্ট
আর মন দুঃখ দুঃখ বিলাস
ভালোবাসা মানেই
আমি তুই আর নীলে ভরা আকাশ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন