মন কোথায়?
- যাযাবর জীবন
কেও পাখি হতে চায়
কেও মেঘ
আমি আকাশ নই
তুই ভালোবাসা খুঁজিস
আমার বুক চিরে চিরে;
শুধু শুধুই আমায় রক্তাক্ত করিস মাঝে মাঝে
কিংবা রক্তাক্ত তুই নিজেতে নিজে,
আরে বুকের বাঁ পাশটায় হৃদপিণ্ড থাকে,
ওখানে কি মন বাস করে?
ভালোবাসা পাবি কি করে ওখানে খুঁড়ে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন