শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

ডানা মেলা আকাশ



ডানা মেলা আকাশ
- যাযাবর জীবন



হঠাৎ হঠাৎই আসিস মনে
খুব হঠাৎ, সংগোপনে
কখনো স্বপ্নে স্বপ্নে, ঘুম ভাঙিয়ে
কখনো বা আচমকাই জাগরণে,
মনের অজান্তে, খুব গোপনে;

ভুলে থাকার কারণ খুঁজেছিলি তুই
আসলে কি ভুলে থাকা যায়?
অথচ দেখ মনে রাখার কোন কারণ লাগে না;
আমিও কি আসি না খুব হঠাৎই তোর মনে?
খুব গোপনে, সংগোপনে;

যখনই আমি আকাশ হয়েছি
তুই হয়েছিস পাখি,
এখন না হয় অভিমানে নীল হারিয়েছে আকাশ
মেঘ তো আছে! ধূসর ধূসর,
খুব করে একবার ঝরে গেলেই আবার নীল ফিরে পাবে আকাশ;
আচ্ছা! সত্যি করে বলতো, ভাসতে ইচ্ছে করে না তোর?

আমি আকাশ ছড়িয়ে দিয়েছি
তুই ডানা মেলে দে এবার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন