শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

রাতকথা



রাতকথা
- যাযাবর জীবন


রাত অন্ধকার
রাত কালো
তুই চাঁদনি তুই আলো,
কারো রাত ঘুম
কারো নির্ঘুম
আমার দুচোখ জুড়ে তুই,
রাত ভাবায়
রাত ভাসায়
তুই কোথায় তুই কোথায়?
রাত স্বপ্ন
রাত গভীর
রাত হলেই আমি তোতে ডুব;

ভালোবাসা?
আছে তো! কোথাও না কোথাও,
তুই?
আছিস মনে মনে, সংগোপনে;

আমি চাঁদ খুলে খুলে চাঁদনি খুঁজি
জানালার ওপাশে অন্ধকার
আমি স্বপ্নে স্বপ্নে তোতে মরি
স্বপ্ন ভাঙলে মন হাহাকার;

তুই কোথায়?
চোখ বন্ধ করলেই অন্ধকার
হাওয়া কড়া নাড়ে, খোলা জানালায়;
যেদিন থেকে মনে তুই
সেদিন থেকে আমি রাত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন