অন্যরকম দেখা
- যাযাবর জীবন
আমার যখন খুব দেখতে ইচ্ছে করে তোকে
আমি চোখ বন্ধ করি,
মন আয়নায় তোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখি;
আমার যখন খুব ছুঁতে ইচ্ছে করে তোকে
আমি ঘুমিয়ে পরি,
স্বপ্নে স্বপ্নে কত আদরই না করতে পারিস তুই!
ইচ্ছে মানেই তুই
ইচ্ছে হলেই ছুঁই
জীবনটা স্বপ্ন হলে কত অন্যরকমই না হতো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন