মাঝে মধ্যে প্রতিচ্ছবি দেখি আয়নায়
চমকে উঠি
ওটা আমি নই, আমি নই
অন্য কেউ;
দিনের প্রতিচ্ছবিতে ওটা আমি নই আমি নই, অন্য কেউ
রাতের প্রতিচ্ছবিতে ওটা আমি নই আমি নই, অন্য কেউ
আলোতে ওটা আমি নই আমি নই, অন্য কেউ
অন্ধকারে ওটা আমি নই আমি নই, অন্য কেউ;
সাদা আমির সাথে কালো আমির পার্থক্য বিশাল
পার্থক্য দিনের আমির সাথে রাতের আমির
আয়না আমাকে দেখায়, আর প্রতিচ্ছবি
আমি চমকে উঠি
আঁতকে উঠি
যখনই আয়নায় নিজেকে দেখি
ওটা আমি নই, আমি নই
অন্য কেউ;
রাত আর দিনের পার্থক্য বিশাল
বিশাল পার্থক্য আলো আর অন্ধকারের
যোজন যোজন পার্থক্য মানুষ আর পশুতে,
মাঝে মাঝে আমি কেমন যেন বড্ড পশু বনে যাই
ভেতর থেকে পশুর গর্জন শুনলেই দৌড়ে আয়নার সামনে যাই
রিপুতে মোড়া পশু দেখলেই ঘৃণার চাবুক পড়ে বিবেকে
আয়না মানব শুধরে নিতে চায় নিজেকে
মনুষ্যত্ব হয়তো এখনো বেঁচে আছে কোথাও,
মাঝে মধ্যে আয়নায় তাকাতে হয়
মাঝে মধ্যে নিজেকে নিজে যাচতে হয়
মানুষ হওয়ার জন্য।
২১ নভেম্বর, ২০২১
#কবিতা
মানুষ হওয়ার জন্য
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন