এক সানকি ভাত
একটু লবণ ছিটা
জুঁই ফুলের মত সানকিতে ফুটে থাকা ভাত
গরম কিংবা পান্তা
ভাতের মর্ম বোঝে ক্ষুধা ;
তোমরা ভাত খাও
খেতে গিয়ে ছিটাও
খেতে খেতে ছিটাও
নষ্ট কর, ফেলে দাও
কেন?
ভাতের অভাব বোঝ নি কখনো;
ক্ষুধা পেটে একবার খেয়েই দেখ না!
সত্যিকারের ক্ষুধা পেটে
যে পেটে ভাত পড়ে নি দিনের পর দিন, অভাবে
তখন, ঠিক তখনই প্লেট থেকে ভাত খাবে দানা দানা কুড়িয়ে;
ভাতের মর্ম জানে ক্ষুধা
অস্তিত্ব নাড়িয়ে দেয়া ক্ষুধা,
স্বপ্নে জুঁই ফুলের মত ফুটে থাকে ভাত
গরম বা পান্তা
একটু লবণ ছিটা
ব্যাস।
২৩ নভেম্বর, ২০২১
#কবিতা
ভাতের মর্ম
- যাযাবর জীবন
(ছবিঃ নেট থেকে সংগৃহীত।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন