রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

স্বপ্নে স্বপ্নে তুই

বিছানায় শরীর এলিয়ে দিতেই কোমল একটা আলো এসে পড়লো গায়ে

জানালা দিয়ে রাতের দিকে তাকাতেই দেখি আকাশে চাঁদ 

নারকেল পাতায় পিছলে কাঁচের শার্শি গলে লুটোপুটি খেলছে গায়ে

আমি ঠোঁট বাড়িয়ে দিলাম চাঁদের দিকে

জ্যোৎস্না আমার মুখ চুমতেই কোথা থেকে জানি হিংসুটে মেঘ এসে আড়াল দিলো আকাশে

জানালা'টা পুরোপুরি খুলে দিতেই হালকা হিম বাতাস জড়িয়ে ধরলো আমায় আদর করে

সরসর ভৌতিক শব্দে নারকেল পাতা দুলছে রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে

আমি অন্ধকার'কে চোখ জড়িয়ে ধরতে বললাম,  

চোখে ঘুম বাসা বাঁধলে তবেই না তুই আসবি স্বপ্নে স্বপ্নে।


#কবিতা 


১৮ নভেম্বর, ২০২১


স্বপ্নে স্বপ্নে তুই 

 - যাযাবর জীবন  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন