স্পর্শ অনুভব, স্পর্শে অনুভূতি
কিছু অনুভব ভালো লাগার
কিছু অনুভব ভালোবাসার
কিছু অনুভূতি ভালোবাসার
কিছু অনুভূতি ঘৃণার,
স্পর্শে অনুভব বোঝা যায়
স্পর্শে চেনা যায় অনুভূতি
মনে যদি ভালোবাসা থাকে কিংবা ঘৃণা;
পরস্পর বিরোধী বিপরীতমুখী এই দুটি তীব্র অনুভূতি সবচেয়ে বেশি বোঝে কে জানো?
দাম্পত্য;
দাম্পত্যে ভালোবাসা থাকলে, তীব্র ভালোবাসা
এরা জড়িয়ে রয় জীবনের শেষ পর্যন্ত
স্পর্শে, অনুভবে, অনুভূতিতে
ভালোবাসার অনুভূতিতে;
আবার কখনো দাম্পত্যে অবিশ্বাস থেকে ঘৃণা, তীব্র ঘৃণা
এদের ছাড়াছাড়ি হতে সময় লাগে না
ঘৃণানুভূতি পরস্পর স্পর্শে, অনুভবে আর অনুভূতিতে
তীব্র ঘৃণার এক বিবমিষা অনুভূতি;
কিছু অসহনীয় দাম্পত্য ঘৃণা নিয়েও বয়ে যেতে হয়
কিছু লোকলজ্জা আর লোকভয়ে, কিছু সামাজিক চাপে
কিছু সন্তানদের দিকে চেয়ে আর কিছু অসহায়ত্বে
এদের থেকে দুঃখী আর কেও নয়;
সুখী দাম্পত্যে রাতভর পরস্পর জড়িয়ে থাকে স্বামী স্ত্রী
শরীরে শরীরে স্পর্শের মাধুর্য ভালোবাসা ছড়ায়,
অন্যদিকে রাতের পর রাত বালিশ ভেঁজে অসুখী দাম্পত্যের কান্নায়
দাম্পত্য এদের ক্ষেত্রে শুধুই একটি নাম, দুজন আলাদা বিছানায়।
৩০ নভেম্বর, ২০২১
#কবিতা
দাম্পত্যের স্পর্শানুভূতি
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন