মাঝে মধ্যে একটা দুটো শব্দ আসে মাথায়
মাঝে মধ্যে একটা দুটো লাইন
মাঝে মধ্যে একটা দুটো শব্দ চলে আসে কলমের ডগায়
মাঝে মধ্যে একটা দুটো লাইন
তারপর হাত স্তব্ধ
কলম স্তব্ধ
মাথা শূন্য
আমি কখনো কলম কামড়াই, কখনো হাত
কখনো মাথা ঠুকি দেয়ালে
অসহায় দৃষ্টিতে কলমের দিকে তাকিয়ে থাকি মন স্তব্ধ হলে;
মন স্তব্ধ হলে শব্দরা থেমে যায় চেতনায়
শব্দরা থেমে গেলে স্তব্ধ হয় কলম
কলম থেমে যাওয়ার বেদনা বোঝে হাত
হাত থেমে যাওয়ার বেদনা জানে খাতা
কবিতা কাঁদে স্তব্ধ মনের কান্নায়,
অনেকদিন হয়ে গেছে কলম আঁকে নি শব্দের আঁকিবুঁকি।
২১ নভেম্বর, ২০২১
#কবিতা
শব্দরা থেমে গেলে
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন