এক পলকের দেখা
পলকে পলক ফেলা
ভালো লাগলো? আবার তাকালো
তারপর আবার, তারপর আবার
চোখাচোখি হতেই থাকলো;
এবার চোখ ইশারা
বুকে সাহস সঞ্চয়
কাছে আসা, পাশে বসা
আঙুলে আঙুল থেকে হাতে হাত
ঘন নিঃশ্বাস,
ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই ভালোবাসা
স্পর্শ থেকে স্পর্শানুভূতি
হৃদয়ে হৃদয়ানুভূতি
সময়ের সাথে সাথে বোঝাপড়া
তারপর মিলন কিংবা ক্ষরণ,
পলকে পলক ফেলাটাই কাল হয়েছিলো;
কারো জীবন কাটে অবহেলায়
কারো ভালোবাসায়
কারো বোঝাপড়ায়
কারো মানিয়ে চলায়
কারো বিচ্ছেদে আর কান্নায়,
এক পলকের সেই দেখাটাই কাল হয়েছিলো জীবনে।
#কবিতা
১৮ নভেম্বর, ২০২১
এক পলকের দেখা
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন