চোখ ঘুম ঘুম, গরম চায়ের কাপে চুম
মনে স্মৃতির বৃষ্টি নেমেছে আজ বড্ড ধুম,
কড়া চায়ে যায় বুঝি মন খারাপ তাড়ানো?
উঁহু! পুরনো কথা ভেবে ভেবে মন হারানো,
আজ রাতটা তোর মনটা দিবি আমায় ধার?
নির্জন রাত্রি, একলা আমি, বাইরে আঁধার,
স্মৃতির বৃষ্টি গড়িয়ে মনে তুই এলেই আলো
হোক না যতই অমাবস্যার রাতগুলো কালো;
কোন একদিন দেখা হবে আমাদের ফের
হয়তো মনে রবে কিছু ভালোবাসার জের,
তুই বলবি সেদিনের প্রেমটাই ছিলো মেকি
আমি সুধাব, তাহলে কাঁদছিস কেন, ও কি?
আমি মাথায় হাত রেখে বলব, একটু হাস না!
আকাশে সেদিন থাকবে ফুটফুটে জ্যোৎস্না,
কান্না ভেজা চোখে, হাসি ঠোঁট আগেও দেখেছি
তোর রাগ অভিমান সব নিয়েই ভালোবেসেছি;
আয় আজকের রাতটা কাটিয়ে দেই জেগে
পুরনো সব স্মৃতিগুলোর কথা ভেবে ভেবে,
থাকুক না কিছু স্বপ্ন তোর চোখে, কান্না মনে
সেগুলো না হয় ভাগাভাগি করে নেব নির্জনে,
ঐ দেখ! রাত ঘুমিয়ে পড়ছে রাতের কোলে
আর অন্ধকারগুলো চুপিচুপি তোর কথা বলে,
ভালোবাসার কথা তো অন্ধকারেও বলা যায়
তুই আমি দুজনেই রাতভর ভালোবাসার নায়।
১০ মার্চ, ২০২২
#কবিতা
স্মৃতির রাত
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন