আজ আকাশের দিকে তাকিয়েছিস?
এত্ত বড় একটা চাঁদ,
একদিন তুই ছিলি, আমি ছিলাম, ভালোবাসা ছিলো
আর ছিলো ভালোবাসায় অল্প একটু খাদ;
খাদের কথা কেন বলছি জানিস?
স্বর্ণে খাদ না মেশালে কি গয়না হয়ে ওঠে রে?
ভালোবাসায় খাদ না মিললে আমাদের বন্ধন হয়েছিলো কিসে?
আজ কখনো তুই একা, কখনো আমি আর একা ঐ চাঁদ;
আজকাল তোর কথা একদমই ভাবতে চাই না;
তবুও যখন রোদ তেতে ওঠে তোর রাগ মনে পড়ে
যখন কুয়াশা ঝড়ে! অভিমানের বাষ্প ওড়ে
যখন ঝুমঝুম বৃষ্টি নামে, কারও কান্না ঝরে পড়ে
সূর্যাস্তে যতই তুই মন থেকে ডুবে যাস!
পরদিন ঠিক স্মৃতিতে উঠে যাস সূর্যোদয়ে,
অমাবস্যায় যতই মন'কে ঘুম পারিয়ে রাখি!
জ্যোৎস্নায় ঠিক আকাশে ভাসিস আলো হয়ে;
আচ্ছা! একে কি ভালোবাসা বলে?
তাহলে ঐ যে আমাদের ভালোবাসার খাদ!
হয়তো ওটাও ছিলো মনের একটা ফাঁদ,
দেখ! মনে তুই আসতেই আকাশে বিশাল একটা চাঁদ।
২২ মার্চ, ২০২২
#কবিতা
ভালোবাসার খাদ
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন