মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

কাছাকাছি আর পাশাপাশি

ভালোবাসার খুব কাছেই ঘৃণার বাস 

অভিমানের দূরত্বে বসবাস ইগোর  

ইগোর একদম কাছে সম্পর্কের ফাটল 

রাগ লোলুপ তাকিয়ে থাকে সম্পর্কের ফাটলের দিকে 

রাগাহ্নিত ইগো ভেঙে চুরচুর করে দেয় সম্পর্ক

তারপর হৃদয়ের পুরোটা জুরে ক্ষরণের বাস;


কিছুদিন দিনগুলো তেতে থাকে সূর্যের রাগে

কিছুদিন মনাকাশে মেঘের ঢাকঢাক গুড়গুড় 

কিছুদিন মনে প্রচণ্ড শ্রাবণের বর্ষণ 

তারপর অনেকগুলো রাত ধরে মন অমাবস্যা; 


আকাশ কি আর চিরদিন কালো থাকে?

ওখানেও চাঁদের উঁকি সময়ের সাথে 

তারপর জ্যোৎস্নার হাসি পুরো আকাশ জুরে

মানুষের মন জুরে অদ্ভুত রংধনু 

না সেখানে কান্না স্থায়ী হয়! না হাসি

না অমাবস্যা! না জ্যোৎস্না; 


মনের খুব কাছেই মস্তিষ্কের বাস

মস্তিষ্ক মন'কে সুমন্ত্রণা দেয়, আবার কুমন্ত্রণা

ভালো, খারাপ, রাগ অভিমান ভালোবাসা আর ঘৃণা

হাসি কান্না নিয়েই মানুষ, জীবন থেমে থাকে না।  



১৪ মার্চ, ২০২২


#কবিতা


কাছাকাছি আর পাশাপাশি 

 - যাযাবর জীবন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন