মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

এদের ভালোবাসা

আমার পিঠে ডানা নেই 

আছে ওড়ার মন 

কখনো ইচ্ছেয় উড়ি কখনো বাধ্য হয়ে

আচ্ছা! তোমরাই বলো? মন খারাপ হলে মন কি আর মনে থাকে?

উড়ে বেড়ায় না আকাশে? 

মাঝে মধ্যে আমাকে উড়তে হয় পেটের টানে

কাজের জন্যে,

তারপর আবার পৃথিবীতে ফিরে আসি আপনজনের মাঝে;  


আমি মেঘ নই তবুও ভাসতে ইচ্ছে হয় 

মেঘের মত মেঘের সাথে,  

যখন আমার খুব মন খারাপ হয়! 

যখন পৃথিবীর সমস্ত কিছু অসহ্য মনে হয়!

আমি মনকে আলাদা করে ফেলি শরীর থেকে

মন ভাসিয়ে দেই মেঘের সাথে 

তারপর কান্না হয়ে আবার ফিরে আসি পৃথিবীর কাছে,

যতই আকাশে উড়ি কিংবা মেঘের ভেলায় ভাসি

আমার সকল ভালোবাসা পৃথিবীর পরে

আমি বাঁচি পৃথিবীর মানুষগুলোকে জড়িয়ে ধরে; 


আমি নদী নই তবুও ডুবতে ইচ্ছে করে 

ঢেউয়ে ভেসে ঢেউয়ে ডুবে 

পানির একটা অন্যরকম আলাদা রূপ আছে

সে কান্না ধুইয়ে দেয় মানুষের চোখ এড়িয়ে 

আমি মন খারাপে ডুবে যেতে যেতে কান্নাগুলো ডুবিয়ে দেই নদী জলে 

আবার একসময় ভুস করে ভেসে উঠে চলে আসি মানুষের কাছে, কান্না ধুয়ে

তারপর আবার ভালোবাসার মানুষগুলোর ভেতর ডুবে যাই ভালোবেসে; 


মানুষের কত রকম ইচ্ছেই না জাগে! 

ওড়ার, ভাসার কিংবা ডোবার!

এই ইচ্ছেগুলো কোত্থেকে আসে?

মনের আঘাত থেকে?


সবচেয়ে বড় আঘাত দেয় কারা?

যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারা; 


তবুও বারবার এদের কাছেই আবার ফিরে আসি

এদেরই ভালোবাসি,


এদের ভালোবেসেই উড়ি, ভাসি কিংবা ডুবি - এদেরই ভালোবাসায়। 


২৫ মার্চ, ২০২২


#কবিতা 


এদের ভালোবাসা

 - যাযাবর জীবন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন