সূর্য প্রতিদিনই সকালে ঘুম ভাঙাতে ওঠে
চোখ ডলতে ডলতে লাল হয়ে,
সূর্যটা মাঝে মাঝে বড্ড চোখ পোড়ায়
যখন দুপুরে তেঁতে থাকে,
সূর্যটা মাঝে মাঝে মন কাঁদায়
যখন বিষণ্ণতায় ডুবে যেতে থাকে;
যখন তোর ঘুম ভাঙে!
ফিক করে তোর মুখে হাসি, আমিও খুশি;
যখন তুই আমার সাথে অভিমান করিস কিংবা রাগ!
আমি নীলাকাশে উদাস তাকিয়ে থাকি;
যখন বিকেলে তোর বিষণ্ণতায় সূর্য লাল হয়ে ডুবে যেতে থাকে!
আমি মনে মনে বলতে থাকি - ভালোবাসি, ভালোবাসি।
১০ মার্চ, ২০২২
#কবিতা
সূর্যের তিন প্রহর
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন