মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

চল বন্ধু চল

চল বন্ধু চল, আমার সাথে চল

মনের কথা বল

হাঁটতে হাঁটতে পথ, মনের দ্বৈরথ

জীবন কথা বল;


চল বন্ধু চল, হাত হাত রেখে

মনের টানে দুজন, পথ চলি হেঁটে

বন্ধুত্বের স্পর্শ, সবাই কি আর বোঝে?

ভালোবাসা ভেবে, ওদের কথা সাজে;


চল বন্ধু চল, বন্ধু হয়ে চলি

সুখ দুঃখের গল্পে, কিছুটা পথ হাঁটি

বন্ধুত্বে ভালোবাসায় কোথায় বল ক্ষতি

হাঁটতে হাঁটতে পথ, জীবন কথা বলি।


১৪ মার্চ, ২০২২


#কবিতা


চল বন্ধু চল

- যাযাবর জীবন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন