সোমবার, ৩১ মার্চ, ২০১৪

আঙ্গুল

আঙ্গুল
- যাযাবর জীবন

দোষগুণ আর ভুলত্রুটি
মানুষ মাত্রই থাকে
সবাই শুধু পরেরটা দেখে
নিজেরটা ঢেকে রাখে;
আঙ্গুল তুলতে সবাই পারে
নিজের ভুল কজন দেখে?
আঙ্গুলি করতে সবাই পটু
কজন শুধরে থাকে?

এক আঙ্গুলে তোকে দেখাই
আরেক আঙ্গুল ওপরওয়ালাকে
এক আঙ্গুলে তোকে তাক করতে গিয়ে
তিন আঙ্গুলে তাক করি নিজেকে;
অন্যের দোষ ধরায় এতই মশগুল
দেখি না তাকিয়ে, পুরো হাতটার দিকে।

পরের তরেতে আঙ্গুল দেখাতে আমাদের জুড়ি মেলা ভার
আঙ্গুলি করতে একবারও চোখ পরে না, নিজের পেছন পর।



বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

স্বার্থের রং


স্বার্থের রং
- যাযাবর জীবন

প্রয়োজনে খুঁজে বের করতে
বোতাম ঘোরানোর কত আয়োজন!
মাধ্যম তুচ্ছ মুঠোফোন;
কাজের সমাপ্তি
প্রয়োজনীয় নাম্বারটির আপাতত: লম্বা ছুটি
এখন তার বড্ড ঘুমের প্রয়োজন;
আবার কখনো যদি দরকার পড়ে
ঘুম ভাঙ্গাবে আবার না হয় তাকে
বোতাম টিপে টিপে মুঠোফোন।

স্বার্থের কত রঙ যে আছে!
বড্ড ভয়ে ভয়ে থাকি,
কে কবে রং দেখাবে কাকে।


রবিবার, ২৩ মার্চ, ২০১৪

একদিন দুপুর বেলায়


একদিন দুপুর বেলায়
- যাযাবর জীবন

আবার একদিন না হয় যাব তোর বাসায়
ঠিক সেদিনের মত
খুব হঠাৎ করেই,
এবার না হয়
কোন এক ঝড়ো দুপুর বেলায়;
ঝড়ো হাওয়ায় তোকে এলোমেলো করতে
কিংবা নিজেই এলোমেলো হয়ে যেতে।

তপ্ত দুপুর সেদিনও ছিল
তপ্ত চুমুর ঝড় উঠেছিল
তপ্ত ঠোঁটে তপ্ত কামে
ডুবেছিলাম তুই-আমি দুজনে
সাড়া দিয়েছিলেম সেদিন দুপুরের
তপ্ত আহ্বানে।

যেতেই হবে যে আমার
তোর কাছে, আরেকটিবার
বুঝে নিতে;
ভুল কি হয়েছিল একার আমার,
নাকি দুজনার?

দুপুর বেলা বড্ড খারাপ সময়,
বিষণ্ণতার
কিংবা ভালোবাসার;
ভুল হয়েই যায়
কোথাও না কোথাও
একার কিংবা দুজনার।

শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

ভুল করে


ভুল করে
- যাযাবর জীবন

একদিন না হয় ভুল করেই চলে যাব সন্ধ্যের অবসরে তোর ঘরে
সেদিন না হয় ভুল করেই বসতে দিস আমায় শীতল পাটিটি পেড়ে,
একদিন না হয় ভুল করেই ভালোবেসে ফেলবো তোরে
সেদিন না হয় ভুল করেই জড়িয়ে ধরিস মোরে,
একদিন না হয় ভুল করেই স্বপ্ন দেখব মধ্য দুপুরের রোদে পুড়ে
সেদিন না হয় ভুল করেই ঘর বাঁধার স্বপ্ন সাজুক তোরও চোখের পরে।

তারপর না হয় ভুল করে দুজনে মিলে উড়ে যাব স্বপ্নে ডানা মেলে
কিংবা ভুল ভেঙ্গে মানুষ হয়ে ফিরে আসব জল-জঙ্গলের পৃথিবীতে
আবার নতুন করে ভালোবেসে দুজন দুজনাকে
কিংবা আরেকটিবার ভুল করে ভুল বুঝে
ভুল ভালোবাসার মালা গেঁথে
দহনে পুড়ে যেতে
ক্রমাগত ভুল আর ভুলের পৃথিবীতে;

মানুষ'ই তো ভুল করে, ভুল করে
বারে বারে, বারে বারে।

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

ভুল, ক্রমাগত


ভুল, ক্রমাগত
- যাযাবর জীবন

যত টান টান উত্তেজনাই থাকুক না কেন
প্রেমের সূর্যোদয়ের সাথে সাথে,
সকাল গড়িয়ে দুপুর হতে না হতে
গরমের ছোঁয়া একটু লেগেই যায় তাতে;
দুপুর গড়িয়ে বিকেল না হতে হতে
বিষণ্ণতায় ছেয়ে ধরে এসে
মন খারাপের সন্ধ্যে গড়িয়ে অমাবস্যার রাতের অন্ধকারে
দুজন দুজনার পেছন ফেরে
বরফ যুগে পদার্পণ;
কিংবা যদি আকাশেতে চাঁদ ওঠে
শরীর হয়তো আবার কথা বলে, শরীরের সাথে
তারপর অবসাদে সমর্পণ;
কোথাও না কোথাও কেমন জানি
ঝুলেই যায় সম্পর্কগুলো
দিন গড়ানোর সাথে সাথে।

সকালের সোনারোদে সূচনা যে দিনের
বিকেলের ঢলারোদে তা কোথায় গড়াবে
কে বলতে পারে!

কোথাও না কোথাও ভুল হয়েই যায়
আচরণে
অনুভবে
প্রেমে পড়তে কিংবা বিচ্ছেদে লড়তে
সম্পর্ক গড়তে কিংবা ভাঙ্গতে।

তবুও বারে বার একই ভুল করেই যাই
নতুন আশায়
হয়তো রাতের অন্ধকারের পরে
আবার দেখব সোনারোদ সকাল।



ফারাক


ফারাক
- যাযাবর জীবন

চাওয়া আর পাওয়ার মাঝে
বিস্তর ফারাক, রয়েই যায়;
কিংবা হৃদয় আর মনে
কারণে আর অকারণে।

ভালোবাসি শুভ্র সাদা
কাশবন নদীতীরে
ভালোবাসি পেঁজা তুলা
মেঘ-দল আকাশে ভাসে
ভালোবাসি নীল
আকাশের বাস মেঘের ওপরে।

কাছাকাছি শুধুই তোর বাস
তবু ধরাছোঁয়ার অনেক দূরে
পলাশের লালে প্রকৃতি সাজে
ক্ষরণের লাল হৃদয় জুড়ে।



রবিবার, ১৬ মার্চ, ২০১৪

ঋণাত্মক অনুভূতি


ঋণাত্মক অনুভূতি
- যাযাবর জীবন

অন্তত একজন কেউ তো একজন পাশে থাকুক তোর,
না হয় আমার মতই কেউ একজন;
যার জন্য না হয় একটু ছলনাই করলি
যাকে না হয় একটু মিথ্যে মায়াতেই জড়ালি
আর না হয় একটু মিথ্যে করেই ভালোবাসলি।

তবুও তো জানব যে
তোর হৃদপিণ্ডটা নয় শুধুই রক্ত সঞ্চালন মেশিন
অনুভূতির কিছু ছিটেফোঁটা এখনো বেঁচে আছে সেখানে
হোক সে মায়ার না হয় ঘৃণার
ভালোবাসা আর না হয় ছলনার।

ধনাত্মক হতেই হবে এমন দিব্যি কে দিয়েছে?

অন্তত কেও তো একজন থাকুক
যার জন্য দুদণ্ড মানুষ হয়ে বেঁচে থাকার অনুভব
মিথ্যে মায়া আর ভুল ভ্রান্তি মেলানো এই পৃথিবীতে;

ক্রমাগত সদা সত্যের পথে
মায়া আর ভালোবাসার অনুভূতিতে জড়িয়ে থেকে
মানুষ তো ভগবান সেজে যাবে।

মানুষের বন জঙ্গলে ভগবানের ঠাই কোথায়?




মনের চোখে দেখা



মনের চোখে দেখা
- যাযাবর জীবন

চোখের আর দোষ কি?
চোখ তো চলেই যায় রাস্তায় পথ চলতে
এদিক ওদিক কত সুন্দরীর পদচারণা।

চোখের আর দোষ কি?
চোখ তো চুম্বক আটকায় স্যাটেলাইট চ্যানেলে
পুরো পর্দা জুড়ে কত সুন্দরী স্বল্প-বসনা।

হাঁ করা চোখ চেয়ে থাকি
চোখ দিয়ে দেহ চাটি
আহা স্বল্প বসনা মেয়েগুলো
কি ভালো, কি ভালো!!
হোক না কিছু মা কিংবা মেয়ের বয়সী
কি আসে যায়?
উফফ! মন জুড়ালো, মন জুড়ালো।

আর এদিকে
ঘরের মা বোন!
কম কাপড়ে?
গালির তুবড়ি ঘরের ভেতরে;
খুব যতনে
মা, বোন কিংবা মেয়েকে
ঢেকে রাখি পুরো নেকাবে
লোভী ঐ পুরুষগুলোর
চোখের সামনে থেকে।

আমারই মা বোন
তাদেরও তো মাঝে মাঝে
আধুনিক হতে ইচ্ছে করে;
আমারই তো মন
কোন ভাবেই মানে না যে
রাখি তাদের ঘরের ভেতর বন্দী করে।

মুখে আধুনিক যতই হই না কেন
পুরনো ভাবনা গেঁড়ে আছে আমাদের মনে
মানুষ নামক সামাজিক জীব, আসলে বন্য
থাকা উচিত আমাদের বনে
আমাদের থেকে বড় হিপোক্রেট
আর কে আছে ত্রিভুবনে?


সোমবার, ১০ মার্চ, ২০১৪

আগে ও পরে


আগে ও পরে
- যাযাবর জীবন

ভালো আছি আমরা
তুই
আমি দুজনেই
যে যার মতন করে
আটকে থাকে না সময়
আটকে থাকে না জীবন
কেও কারো তরে।

মানুষ সব সয়ে নিতে পারে
আগে ও পরে।

শুধু কোথায় জানি একটা পার্থক্য রয়ে যায়
দুটো সময়ের মাঝে
প্রেমের আগে ও পরে
কিংবা বিচ্ছেদের আগে ও পরে
দুটো হৃদয়ের মাঝে
পার্থক্য ভালোবাসার, না বিচ্ছেদের, না হৃদয়ের
আগে না বোঝা গেলেও বোঝা যায় পরে।

আমরা বেঁচে থাকি
ভালোবাসা নিয়ে কিংবা ছাড়া
'তুই' সহ অথবা আলাদা;
সময়ের স্রোতে কাল গড়ায়
ভালোবাসার ঢেউয়ে ভাসি আমরা
একসাথে পাশাপাশি
কিংবা আলাদা হয়ে স্মৃতি ঠুকরে
তুই আমি দুজনেই
দু ভুবনে
আগে ও পরে।

ভালোবাসা কোথাও না কোথাও বেঁচে থাকে
হৃদয়ে কিংবা অনুভবে।


হিবিজিবি


হিবিজিবি
- যাযাবর জীবন

খরখরে ঠোঁট, শুকনো
অপেক্ষার প্রহর গোনে
ভেজার কিংবা ডোবার;

একটি মন, উচাটন চঞ্চল
মনপবন নাও প্রতীক্ষায়
পাল তুলে ভাসার;

একটি হৃদয়, খোলা খাতা
আকুল দিন কাটায়
পড়ে নেবার অপেক্ষায়;

যমুনায় অনেক জল
তেঁতে ওঠা ঠোঁটে ঠোঁট লাগে না
ছাতি ফাটে তৃষ্ণায়;

একটি চুমু
ভগ্ন হৃদয়
একমুঠো রৌদ্দুর
অন্ধকারের গান
মন-যমুনা
উপুড় কলস
অশরীরী চেতনা
স্পর্শের অনুভব
তোর কথা মনে এলেই
হিবিজিবি সব..................

তুই ঘুমের ঘোরে হাত বুলিয়ে দিয়ে যাস
আমি জেগে জেগে চুলকিয়ে ঘা করে ফেলি
ভাঙ্গা আরশিতে পলাতকার ছায়া পড়ে না।


ইচ্ছে


ইচ্ছে
- যাযাবর জীবন

চাইলেই কি আর প্রেম হয়?
শুধুই কালক্ষেপণ
শুধুই অশ্রু ক্ষয়।

বহুদূর সাগর জোয়ার আর ভাটা
বহুপথ নদী বহগামি জল
বহুদূর আকাশ অনন্ত খোলা
উঁরে যাওয়া পাখি বহু কোলাহল;
তবুও ঘিরে রয় অসীম শূন্যতা
বয়ে যায় বুকে বহু লোনা জল।

হাতে হাত রাখা একসাথে থাকা
বহুদূর পথ বহুপথ হাঁটা
অন্ধকার কালোরাত নানাবিধ ভয়
বুকের ভেতর রাতে টেনে নিতে হয়;
তবুও কোথায় জানি একটুকু ফারাক রয়েই যায়
ইচ্ছায় কিংবা অনিচ্ছায়।

চাইলেই কি আর হাঁটা যায়?
একসাথে অতখানি পথ
চাইলেই কি আর প্রেম হয়?
যখন দুজনার ভিন্ন দুটি মত।

চাইলেই প্রেম হয় না
শুধুই কালক্ষেপণ
শুধুই অশ্রু ক্ষয়।


রবিবার, ৯ মার্চ, ২০১৪

পার্থক্য


পার্থক্য
- যাযাবর জীবন

দেহ ছুঁয়ে থাকা
আর হৃদয় ছুঁয়ে থাকার মধ্যে
ব্যবধান বিস্তর।

হাতে হাত রেখে বসে থাকা
আর চোখে মন পড়ে ফেলার মাঝে
ফারাক দুস্তর।

যুগ যুগ ধরে এক বিছানায় পরস্পর ছুঁয়ে থাকা
আর পরম নির্ভরতায় দুজন দুজনকে জড়িয়ে রাখা
কোথায় যেন অনুভবের বড় একটা পার্থক্য।

দেহ ছুঁতে পারে সকলেই
হৃদয় ছুঁতে পারে কজন?

পার্থক্য রয়েই যায়
কোথাও না কোথাও
দেহ আর মনে
ভোগ আর সম্ভোগে
কাম ও প্রেমে।

দুঃখ বিলাস


দুঃখ বিলাস
- যাযাবর জীবন

দুপুরের গায়ে লেপ্টে থাকা ছোপ ছোপ কালো
পৌঁছোয় নি সেথা জ্যোৎস্নালো
আমার গায়ে লেপ্টে থাকে আধো অন্ধকার,
দুপুর রোদে পুড়ে যায় চাঁদনি রাত
প্রেমানলের তাপদহে
আমার আকাশে উঁকি দেয় চাঁদ;
রাতের কনকনে ঠাণ্ডা মরুভূমি
খুব মাঝে মাঝে বালিঝড় ওঠে
বিপন্ন আমি বিষণ্ণ ঝড়ো রাতে,
আগুন লাগে না বনে কত দিন হয়ে গেছে
ইদানীং কোথায় যে পলাশ ফোটে?
আজকাল মন টাই মরে গেছে।

অমানবিক দুঃখ বিলাসে ছায় কবি মন
মানবিক বাঁধনে জড়িয়ে সারাটি জীবন;
হিপোক্রেসি না স্বপ্ন বিলাস জানে কোন জন
কে বুঝেছে তার অনুভবের ব্যাকরণ?

শব্দের কারিগর কথার জাল বুনে চলে
শব্দরা কথা বলে।


শনিবার, ৮ মার্চ, ২০১৪

স্পর্শের অনুভব


স্পর্শের অনুভব
- যাযাবর জীবন

কিছু স্পর্শ প্রেমের
কিছু কামের
কিছু মমতার
কিছু স্নেহের;
স্পর্শগুলো ধরা যায় না
ছোঁয়া যায় না
শুধুমাত্র হৃদয়ের গভীর থেকে
অনুভবে অনুভূত;
কিছু স্পর্শে মায়া ঝরে
কারো স্পর্শে গায়ে আগুন ধরে
কিছু স্পর্শ মন ভালো করা পবিত্র
কারো স্পর্শে ঘৃণায় রি রি অনুভূত।

স্পর্শে চেনা যায় মানুষ
আর
স্পর্শে সম্পর্ক।

শুধু চিনে নিতে হয় স্পর্শ।