রবিবার, ১৬ মার্চ, ২০১৪

ঋণাত্মক অনুভূতি


ঋণাত্মক অনুভূতি
- যাযাবর জীবন

অন্তত একজন কেউ তো একজন পাশে থাকুক তোর,
না হয় আমার মতই কেউ একজন;
যার জন্য না হয় একটু ছলনাই করলি
যাকে না হয় একটু মিথ্যে মায়াতেই জড়ালি
আর না হয় একটু মিথ্যে করেই ভালোবাসলি।

তবুও তো জানব যে
তোর হৃদপিণ্ডটা নয় শুধুই রক্ত সঞ্চালন মেশিন
অনুভূতির কিছু ছিটেফোঁটা এখনো বেঁচে আছে সেখানে
হোক সে মায়ার না হয় ঘৃণার
ভালোবাসা আর না হয় ছলনার।

ধনাত্মক হতেই হবে এমন দিব্যি কে দিয়েছে?

অন্তত কেও তো একজন থাকুক
যার জন্য দুদণ্ড মানুষ হয়ে বেঁচে থাকার অনুভব
মিথ্যে মায়া আর ভুল ভ্রান্তি মেলানো এই পৃথিবীতে;

ক্রমাগত সদা সত্যের পথে
মায়া আর ভালোবাসার অনুভূতিতে জড়িয়ে থেকে
মানুষ তো ভগবান সেজে যাবে।

মানুষের বন জঙ্গলে ভগবানের ঠাই কোথায়?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন