সোমবার, ১০ মার্চ, ২০১৪

আগে ও পরে


আগে ও পরে
- যাযাবর জীবন

ভালো আছি আমরা
তুই
আমি দুজনেই
যে যার মতন করে
আটকে থাকে না সময়
আটকে থাকে না জীবন
কেও কারো তরে।

মানুষ সব সয়ে নিতে পারে
আগে ও পরে।

শুধু কোথায় জানি একটা পার্থক্য রয়ে যায়
দুটো সময়ের মাঝে
প্রেমের আগে ও পরে
কিংবা বিচ্ছেদের আগে ও পরে
দুটো হৃদয়ের মাঝে
পার্থক্য ভালোবাসার, না বিচ্ছেদের, না হৃদয়ের
আগে না বোঝা গেলেও বোঝা যায় পরে।

আমরা বেঁচে থাকি
ভালোবাসা নিয়ে কিংবা ছাড়া
'তুই' সহ অথবা আলাদা;
সময়ের স্রোতে কাল গড়ায়
ভালোবাসার ঢেউয়ে ভাসি আমরা
একসাথে পাশাপাশি
কিংবা আলাদা হয়ে স্মৃতি ঠুকরে
তুই আমি দুজনেই
দু ভুবনে
আগে ও পরে।

ভালোবাসা কোথাও না কোথাও বেঁচে থাকে
হৃদয়ে কিংবা অনুভবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন