শনিবার, ৮ মার্চ, ২০১৪

স্পর্শের অনুভব


স্পর্শের অনুভব
- যাযাবর জীবন

কিছু স্পর্শ প্রেমের
কিছু কামের
কিছু মমতার
কিছু স্নেহের;
স্পর্শগুলো ধরা যায় না
ছোঁয়া যায় না
শুধুমাত্র হৃদয়ের গভীর থেকে
অনুভবে অনুভূত;
কিছু স্পর্শে মায়া ঝরে
কারো স্পর্শে গায়ে আগুন ধরে
কিছু স্পর্শ মন ভালো করা পবিত্র
কারো স্পর্শে ঘৃণায় রি রি অনুভূত।

স্পর্শে চেনা যায় মানুষ
আর
স্পর্শে সম্পর্ক।

শুধু চিনে নিতে হয় স্পর্শ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন