রবিবার, ৯ মার্চ, ২০১৪

দুঃখ বিলাস


দুঃখ বিলাস
- যাযাবর জীবন

দুপুরের গায়ে লেপ্টে থাকা ছোপ ছোপ কালো
পৌঁছোয় নি সেথা জ্যোৎস্নালো
আমার গায়ে লেপ্টে থাকে আধো অন্ধকার,
দুপুর রোদে পুড়ে যায় চাঁদনি রাত
প্রেমানলের তাপদহে
আমার আকাশে উঁকি দেয় চাঁদ;
রাতের কনকনে ঠাণ্ডা মরুভূমি
খুব মাঝে মাঝে বালিঝড় ওঠে
বিপন্ন আমি বিষণ্ণ ঝড়ো রাতে,
আগুন লাগে না বনে কত দিন হয়ে গেছে
ইদানীং কোথায় যে পলাশ ফোটে?
আজকাল মন টাই মরে গেছে।

অমানবিক দুঃখ বিলাসে ছায় কবি মন
মানবিক বাঁধনে জড়িয়ে সারাটি জীবন;
হিপোক্রেসি না স্বপ্ন বিলাস জানে কোন জন
কে বুঝেছে তার অনুভবের ব্যাকরণ?

শব্দের কারিগর কথার জাল বুনে চলে
শব্দরা কথা বলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন