বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

ফারাক


ফারাক
- যাযাবর জীবন

চাওয়া আর পাওয়ার মাঝে
বিস্তর ফারাক, রয়েই যায়;
কিংবা হৃদয় আর মনে
কারণে আর অকারণে।

ভালোবাসি শুভ্র সাদা
কাশবন নদীতীরে
ভালোবাসি পেঁজা তুলা
মেঘ-দল আকাশে ভাসে
ভালোবাসি নীল
আকাশের বাস মেঘের ওপরে।

কাছাকাছি শুধুই তোর বাস
তবু ধরাছোঁয়ার অনেক দূরে
পলাশের লালে প্রকৃতি সাজে
ক্ষরণের লাল হৃদয় জুড়ে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন