সোমবার, ১০ মার্চ, ২০১৪

ইচ্ছে


ইচ্ছে
- যাযাবর জীবন

চাইলেই কি আর প্রেম হয়?
শুধুই কালক্ষেপণ
শুধুই অশ্রু ক্ষয়।

বহুদূর সাগর জোয়ার আর ভাটা
বহুপথ নদী বহগামি জল
বহুদূর আকাশ অনন্ত খোলা
উঁরে যাওয়া পাখি বহু কোলাহল;
তবুও ঘিরে রয় অসীম শূন্যতা
বয়ে যায় বুকে বহু লোনা জল।

হাতে হাত রাখা একসাথে থাকা
বহুদূর পথ বহুপথ হাঁটা
অন্ধকার কালোরাত নানাবিধ ভয়
বুকের ভেতর রাতে টেনে নিতে হয়;
তবুও কোথায় জানি একটুকু ফারাক রয়েই যায়
ইচ্ছায় কিংবা অনিচ্ছায়।

চাইলেই কি আর হাঁটা যায়?
একসাথে অতখানি পথ
চাইলেই কি আর প্রেম হয়?
যখন দুজনার ভিন্ন দুটি মত।

চাইলেই প্রেম হয় না
শুধুই কালক্ষেপণ
শুধুই অশ্রু ক্ষয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন