স্বার্থের রং
- যাযাবর জীবন
প্রয়োজনে খুঁজে বের করতে
বোতাম ঘোরানোর কত আয়োজন!
মাধ্যম তুচ্ছ মুঠোফোন;
কাজের সমাপ্তি
প্রয়োজনীয় নাম্বারটির আপাতত: লম্বা ছুটি
এখন তার বড্ড ঘুমের প্রয়োজন;
আবার কখনো যদি দরকার পড়ে
ঘুম ভাঙ্গাবে আবার না হয় তাকে
বোতাম টিপে টিপে মুঠোফোন।
স্বার্থের কত রঙ যে আছে!
বড্ড ভয়ে ভয়ে থাকি,
কে কবে রং দেখাবে কাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন