রবিবার, ৯ মার্চ, ২০১৪

পার্থক্য


পার্থক্য
- যাযাবর জীবন

দেহ ছুঁয়ে থাকা
আর হৃদয় ছুঁয়ে থাকার মধ্যে
ব্যবধান বিস্তর।

হাতে হাত রেখে বসে থাকা
আর চোখে মন পড়ে ফেলার মাঝে
ফারাক দুস্তর।

যুগ যুগ ধরে এক বিছানায় পরস্পর ছুঁয়ে থাকা
আর পরম নির্ভরতায় দুজন দুজনকে জড়িয়ে রাখা
কোথায় যেন অনুভবের বড় একটা পার্থক্য।

দেহ ছুঁতে পারে সকলেই
হৃদয় ছুঁতে পারে কজন?

পার্থক্য রয়েই যায়
কোথাও না কোথাও
দেহ আর মনে
ভোগ আর সম্ভোগে
কাম ও প্রেমে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন