একদিন দুপুর বেলায়
- যাযাবর জীবন
আবার একদিন না হয় যাব তোর বাসায়
ঠিক সেদিনের মত
খুব হঠাৎ করেই,
এবার না হয়
কোন এক ঝড়ো দুপুর বেলায়;
ঝড়ো হাওয়ায় তোকে এলোমেলো করতে
কিংবা নিজেই এলোমেলো হয়ে যেতে।
তপ্ত দুপুর সেদিনও ছিল
তপ্ত চুমুর ঝড় উঠেছিল
তপ্ত ঠোঁটে তপ্ত কামে
ডুবেছিলাম তুই-আমি দুজনে
সাড়া দিয়েছিলেম সেদিন দুপুরের
তপ্ত আহ্বানে।
যেতেই হবে যে আমার
তোর কাছে, আরেকটিবার
বুঝে নিতে;
ভুল কি হয়েছিল একার আমার,
নাকি দুজনার?
দুপুর বেলা বড্ড খারাপ সময়,
বিষণ্ণতার
কিংবা ভালোবাসার;
ভুল হয়েই যায়
কোথাও না কোথাও
একার কিংবা দুজনার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন