বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

ভুল, ক্রমাগত


ভুল, ক্রমাগত
- যাযাবর জীবন

যত টান টান উত্তেজনাই থাকুক না কেন
প্রেমের সূর্যোদয়ের সাথে সাথে,
সকাল গড়িয়ে দুপুর হতে না হতে
গরমের ছোঁয়া একটু লেগেই যায় তাতে;
দুপুর গড়িয়ে বিকেল না হতে হতে
বিষণ্ণতায় ছেয়ে ধরে এসে
মন খারাপের সন্ধ্যে গড়িয়ে অমাবস্যার রাতের অন্ধকারে
দুজন দুজনার পেছন ফেরে
বরফ যুগে পদার্পণ;
কিংবা যদি আকাশেতে চাঁদ ওঠে
শরীর হয়তো আবার কথা বলে, শরীরের সাথে
তারপর অবসাদে সমর্পণ;
কোথাও না কোথাও কেমন জানি
ঝুলেই যায় সম্পর্কগুলো
দিন গড়ানোর সাথে সাথে।

সকালের সোনারোদে সূচনা যে দিনের
বিকেলের ঢলারোদে তা কোথায় গড়াবে
কে বলতে পারে!

কোথাও না কোথাও ভুল হয়েই যায়
আচরণে
অনুভবে
প্রেমে পড়তে কিংবা বিচ্ছেদে লড়তে
সম্পর্ক গড়তে কিংবা ভাঙ্গতে।

তবুও বারে বার একই ভুল করেই যাই
নতুন আশায়
হয়তো রাতের অন্ধকারের পরে
আবার দেখব সোনারোদ সকাল।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন