মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

সমস্যা


সমস্যা
- যাযাবর জীবন

জীবনটাকে যদি গাছ ধরি
সমস্যাগুলো স্বর্ণলতা
ঝুলে থাকে ডালে ডালে;

জীবন যখন বৈশাখী ঝড়
সমস্যাগুলো সহস্রধারায় নেমে আসে
বৃষ্টি হয়ে টিনের চালে;

জীবন যদি হয় বহমান নদী
সমস্যাগুলো কচুরিপানা
একসাথে মিলেমিশে ভাসে;

আদতে কঠোর বাস্তব জীবনে
সমস্যাগুলো প্রেমিকার আবেশে গলা ধরে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে।

জীবনটা চাঁদ হলে খারাপ হতো না
পূর্ণিমায় টুকি দিয়ে অমাবস্যায় মুখ লুকাতাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন