বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

সমর্পণ


সমর্পণ
- যাযাবর জীবন

কবেই বা বারণ শুনেছিলি?
সেই প্রথম দেখার দিন থেকে
আজ বুঝলি তো, কানে ছিলি খাটা;
কবেই বা সোজা পথে চলেছিলি?
পরিচয়ের পর থেকে
আজ দেখলি তো, পথটাই ছিল বাঁকা।

চুমু খেতে বারণ করেছিলাম বারে বারে
সেই প্রথম দেখার দিন থেকে
আজ অনুভব হলো তো, সর্প দংশন?
বলেছিলাম তোকে নিষ্কাম চুমু বলে কিছু নেই
দম্ভোক্তি তোর মনে আছে?
কামেই নাকি তোর ভালোবাসার সমর্পণ।

আমিও সত্যিই চেয়েছিলাম তোকে-
কামেতে নয়, প্রেমেতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন