রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪

একসাথে



একসাথে
- যাযাবর জীবন

প্রেম প্রেমের জায়গায় থাক
বয়স বয়সের জায়গায়
জীবন জীবনের জায়গায়
মরণের কথা না হয়
নাই ভাবলাম;
তুই আর আমি
আমি আর তুই
আকাশ আর নীল
নদী আর ঢেউ
তবুও তো প্রেম করলাম।

দুজনে ভালোবেসে
কত যুগ একসাথে
পার করে দিলাম
মনে পড়ে কি?
আমি ভুলে গেছি
এইটুকু জানি
তুই ছাড়া আমি
আমি ছাড়া তুই
নাহ, ভাবতে পারি না রে
তার থেকে চল
যতদিন আছি
এক সাথে রই;
মিলে মিশে
মিলে মিশে
তারপর দুজনে মিলে
একসাথে মাটিতে মাটি হই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন