শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

বিশুদ্ধ ভুল


বিশুদ্ধ ভুল
- যাযাবর জীবন

জীবনে যখনই শূন্যতা খুঁজেছি
তোর বাড়ানো হাতটাকেই খুঁজে পেয়েছি
জীবনে যখনই পূর্ণতা চেয়েছি
শূন্যতা হয়েছে আগ্রাসী;
আসলে ভুল হয়েছে আমারই
ভুল করে ভুল জায়গায়
ভুল সময়ে ভুল হাতটাকে ধরেছি
তাইতো শূন্যতায় পূর্ণ হয়েছি।

বিশুদ্ধ একটা ভুল করেছি
তোকে বড্ড ভালোবেসেছি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন