পরাজিত
- যাযাবর জীবন
এগিয়ে যায় সময়
সময়ের সাথে জীবন
পাল্টায় সম্পর্ক
সম্পর্কের ধরণ;
মানুষ মেনে নেয় পরিবর্তন
এগিয়ে যায় সময়ের সাথে।
অল্প কিছু মানুষ থেমে থাকে
বন্দী হয়ে
সময়ের কিংবা স্মৃতির কারাগারে
নষ্ট সম্পর্কের দরজায় কড়া নাড়ে
জীবনের কাছে হেরে গিয়ে
বারে বারে;
হয়তো ফিরে পেতে হারানো সময়
কিংবা পুরনো সম্পর্ক;
ঘোরে পাওয়া মানুষ কি একে বলে?
নাকি পরাজিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন