সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

পার্থক্য

পার্থক্য
- যাযাবর জীবন

পার্থক্য দেখার, বাহ্যিক গড়নে
পার্থক্য বাহ্যিক, দু রকম দুজনে
পার্থক্য লিঙ্গে, নারী ও পুরুষে
পার্থক্য মানুষে, সাদা ও কালোতে
পার্থক্য অনুভবে, প্রেম ও বিরহে
পার্থক্য চোখের, খালি আর ঢাকা রঙ্গিন কাঁচে
পার্থক্য দৃষ্টির, সু আর কু তে
পার্থক্য দৃষ্টিভঙ্গির, কে কেমন চোখে দেখে
পার্থক্য আমাদের, তো'তে আর আমা'তে।

পাত্র আমার হাতে নেই
নেই পানীয়
আছে অন্য কারো হাতে
তৃষ্ণায় জল ঢালে কে?
ভালোবাসা ছেড়ে গেছে
শুধু অনুভব ঘিরে আছে
ভালোবাসার মানুষটিও আজ অনেক দূরে
তবু হৃদয় পোড়ায় কে?

আছে আকণ্ঠ তৃষ্ণা
পানের কিংবা ভালোবাসার
তোর
আমার
কিংবা দুজনারই
পার্থক্য যেখানেই থাকুক না কেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন