মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

লাল অথবা নীল

লাল অথবা নীল
- যাযাবর জীবন

লাল রঙটা সবসময়ই খুব প্রিয় ছিল তোর
কৃষ্ণচূড়া, শিমুল কিংবা পলাশ
অথবা টকটকে লাল গোলাপ
আর নয় তো লাল ঠোঁটের সবুজ টিয়ে;
ফুলগুলো তুই রেখে দিয়েছিস সাজিয়ে
টিয়াটাও তোর ঘরে
হয়তো আরো সবুজ সতেজ হয়ে
শুধু লালটুকু দিয়েছিলি আমায়
চুলচেরা ভাগ করে।

আমি এখন রঙ দেখি না
ফুলে সুগন্ধি হয় বলে শুনেছি
বর্ষায় নাকি সবুজে সাজে প্রকৃতি
তোর কাছ থেকে লাল রঙ পেয়েছি
প্রেমের ভাগাভাগি;
বেদনার রঙ নাকি নীল
হিসেব মেলাতে পারে না
এক জীবন্ত ফসিল।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন