বৈশাখের প্রত্যাশা
- যাযাবর জীবন
মধ্য দুপুরের অস্থির গরম
রোদে পোড়ে তোর মুখখানি
ভেতরে পোড়ে আমার
সূর্যের সাথে আড়ি।
অস্থির তুই
ঘামে ভেজা
অস্থির আমি ছাতা হাতে
মেঘের সাথে আড়ি।
তপ্ত দুপুর
তপ্ত মাটি
তপ্ত তুই
তপ্ত আমি
তপ্ত প্রকৃতি;
কাকগুলো বসে আছে ঝিম মেরে
কৃষ্ণচূড়া বৌ সেজে লাল মেখে
আমি তোকে দেখি অস্থির গরমে
চাতক চোখে চাই আকাশ পানে;
অপেক্ষায় তুই
অপেক্ষায় আমি
অপেক্ষায় সবাই মিলে
একটি বৈশাখী ঝড়ের আগমনের।
- যাযাবর জীবন
মধ্য দুপুরের অস্থির গরম
রোদে পোড়ে তোর মুখখানি
ভেতরে পোড়ে আমার
সূর্যের সাথে আড়ি।
অস্থির তুই
ঘামে ভেজা
অস্থির আমি ছাতা হাতে
মেঘের সাথে আড়ি।
তপ্ত দুপুর
তপ্ত মাটি
তপ্ত তুই
তপ্ত আমি
তপ্ত প্রকৃতি;
কাকগুলো বসে আছে ঝিম মেরে
কৃষ্ণচূড়া বৌ সেজে লাল মেখে
আমি তোকে দেখি অস্থির গরমে
চাতক চোখে চাই আকাশ পানে;
অপেক্ষায় তুই
অপেক্ষায় আমি
অপেক্ষায় সবাই মিলে
একটি বৈশাখী ঝড়ের আগমনের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন