রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪

কেমন আছিস কোথায় আছিস


কেমন আছিস কোথায় আছিস?
- যাযাবর জীবন


কতদিন দেখা হয়নি তোর সাথে
কেমন আছিস তুই?
ইচ্ছে করে জানতে আমার
একলা যখন রই।

কেমন আছি তুই রে এখন
কেমন আছিস তুই
কোথায় থাকিস তুই রে এখন
কোথায় থাকিস তুই?

সেদিনের কথা আজো মনে পড়ে
গিয়েছিলি আমার ছাঁদে
পুরো ছাঁদ হেঁটে গা পুড়িয়েছিলি
তপ্ত দুপুর রোদে;
চড়া রোদে তোর গা পুড়েছিল
মন পুড়ে ছাই আমার
তপ্ত ছাদে তোর পা পুড়েছিল
ফোস্কা পড়েছিল আমার;
চৈত্র মাসের দুপুর ছিল
মেঘ ছিল না তত
আগুনের হল্কা সেদিনও ছিল
ঠিক আজকের মত।

চৈত্র মাসের দুপুর বেলায়
মন কেমন করে
কোথায় আছিস তুই
বড় জানতে ইচ্ছে করে।

কেমন আছি, কোথায় আছি
কখনোই জানতে চাসনি তুই,
আমার যে বড্ড জানতে ইচ্ছে করে
কেমন আছিস তুই?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন