স্পর্শের মুহূর্ত
- যাযাবর জীবন
আঙুল ছোঁয়ালেই স্পর্শে তুই
স্পর্শে শিহরণ
এটাও নাকি ভালোবাসারই একটা ধরণ
প্রণয়, ভালোবাসা কিংবা প্রেমের প্রকরণ
অধর ওষ্ঠে মিলে থাকে দেহতে দেহ স্পর্শে
প্রেমের স্পর্শে ভালোবাসা হাসে
সকাল দুপুর কিংবা রাতে;
মুহূর্তের ছোঁয়ায় মুহূর্তের ভালোবাসা
ভালোবাসার মুহূর্তে অন্য কিছু আশা
আশাতে নিরাশা কিছু টুকরো ভুল
মুহূর্তে ভুল মুহূর্তে বিচ্ছেদ
স্পর্শের ভালোবাসা মুহূর্তে কাঁদে
সকালের প্রেম বিচ্ছেদ রাতে।
কি মধুর দিনগুলোই না ছিল আমাদের
নানা রঙের মুহূর্তের
নানা রকম স্পর্শের
ইদানীং আর স্পর্শে পাই না তোকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন