উদাস ভাবনা
- যাযাবর জীবন
মন কি তোর উদাস নাকি রে আজ?
বাইরে কি অন্ধকার রাত
নাকি মন খারাপের লিলুয়া বাতাস?
বইছে
নাকি থমকে আছে,
তবে কি ঝড়ের পূর্বাভাষ?
মেঘ হয়ে ঝরবে
নাকি অশ্রু হয়ে নামবে
বিচিত্র নারী মনের ভাবনার
পায় কে আভাষ?
আমি বসে আছি
টুপ করে ঝরে পড়া মুক্তো-বিন্দুগুলো
নেব আঁজলা পেতে
মালা গেঁথে পড়াতে তোরই গলেতে
আনন্দ নহর দেখার বড্ড সাধ
তোর উদাস চোখেতে
আজকের রাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন