বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

কাঠিন্য




কাঠিন্য
- যাযাবর জীবন

গোলাপি ঠোঁটের আমন্ত্রণ
হরে দরে,
চুমুতে কাম গলে;

ভালোবাসার কথা বললেই তোর হৃদয় হিমালয়
বরফ চূড়া গলবে কবে?

একবার তো হৃদয়ে প্রেমের আগুন জ্বাল
ডুবতে চাই বরফ গলা জলে।



বুধবার, ২৩ মার্চ, ২০১৬

হীরক রাণী



হীরক রাণী
- যাযাবর জীবন

আঙ্গুলী হেলনেই তোর প্রেমরাজ্য,
সকল প্রেমিকাই হীরক রাণী;

তুই পূর্ব বললে সূর্যদেব মাথা তোলে পূবে
তোর আঙুল ইশারায় লাল হতে হতে সূর্য ঘুমিয়ে পরে পশ্চিমে,
পুরুষ কোন ছাড়!
ট্রয় ধ্বংস হয়েছিল তোরই কারণে ও প্রেমিকা,
হে নারী;

প্রেমিক মাত্রই তোর প্রজা,
হে হীরক রাণী।


ছল



ছল
- যাযাবর জীবন

এখন তুই নিদের দেশে বালিশ পাশে রাতঘুমে
স্বপ্নগুলো তোর আঁখিতে তিতলি হয়ে চোখ চুমে
আমি এখন কাজের মাঝে ব্যস্ত সময় দমবন্ধ
তোর কথা মনে হলেই মনে মনে মন-বন্ধ;

ঘুমের মাঝে আমি এলেই চমকে তোর ঘুম ভাঙবে
ঘুম ভাংতেই স্বপ্ন উধাও সূর্য এসে চোখ চুমবে
আমার কথা মনে হতেই মুখে হাসি চোখে জল
প্রেম বুঝি নি, তোকে বুঝি নি, বুঝি নি তোর প্রেমের ছল।


শরীর খেলা




শরীর খেলা
- যাযাবর জীবন

শরীর ধরতে পারে সবাই, সামনে এলে
মন ছুতে পেরেছিলো কে, কবে?
শরীরের ছোঁয়ায় শরীর খেলে
মন পোড়ে কেন তবে?

এরে কি ভালোবাসা বলে?



ঈর্ষা ধোয়া




ঈর্ষা ধোয়া
- যাযাবর জীবন

সন্ধ্যে হতেই চাঁদটা মাথার ওপর
চাঁদনি জড়িয়ে নিলো আমায়
অনেক দূরে কোথাও অভিমানের ভাপ
পোড়া গন্ধে দম বন্ধ ঈর্ষা ধোয়ায়;

চাঁদের সাথে ঈর্ষা তোর
সতিন চাঁদনি
তোর আর চাঁদের মাখামাখি ভালোবাসায়
জড়িয়ে আছি আমি।


তোর আমার




তোর আমার
- যাযাবর জীবন

শরীরটা আমার
মনে তুই
চোখের আড়ালেই ভালো আছিস
আর খুব মাঝে মাঝে এক পলকের দেখা
তোর চোখে তাকালেই আমি হারিয়ে যাই তোতে;

শরীরটা তোর
মনে আমি
ভালোবাসা সর্বনাশা
দূরে আছিস বেশ আছিস
কাছে থাকলেই তোর প্রেম হয়ে যেত আমাতে।


ইচ্ছে প্রতীক্ষা






ইচ্ছে প্রতীক্ষা
- যাযাবর জীবন

প্রতীক্ষা তোর, মিলনের
প্রতীক্ষা আমার, দহনের
টিক টিক টিক টিক
সময় বয়ে যায়
সময়ের অপেক্ষায়
আমাদের ইচ্ছেগুলো, প্রতীক্ষায়.......।





মন ঝিক ঝিক




মন ঝিক ঝিক
- যাযাবর জীবন

শরীর চাইলেই শরীর হয়
মনটা তো আর শরীর নয়
মনের টানে ভালোবাসা
কাম তো আর প্রেম নয়;

আজ না হয় কাম থাক
চল প্রেম করি সমান্তরাল রেলের চাকায়
সংগে করে বেধে নেব আকাশের চাঁদ
কু ঝিক ঝিক ঝিক রেলের চাকায়।


জলে স্থলে




জলে স্থলে
- যাযাবর জীবন

জলে দাগ দিয়ে যাই জল রঙে
জল রঙ মুছে দেই জলে
বড্ড পটু ছিলি তুই ছলে......

অনুভূতি মানুষের জন্য
আমার সবটাতেই চলে।




টানাপোড়ন




টানাপোড়ন
- যাযাবর জীবন

মাখামাখির সময়টাতে প্রেম বড় মধুর;

প্রতিটা প্রেমিক প্রেমিকা ফিরে যেতে চায় বিহঙ্গ দিনে,
যখনই সম্পর্কে মরিচা পরে।


চা-তৃষ্ণা



চা-তৃষ্ণা
- যাযাবর জীবন

তোর ট্রে তে চা এর পেয়ালা সাজে
চায়ের পেয়ালায় মধু
চুমুকে তুই,
তোতে মরণ
ভালোবাসা বিষ;

চুমুকে নয়
তোকে চাই চুমুতে।


মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

ভালোবাসার চক্র



ভালোবাসার চক্র
- যাযাবর জীবন

সম্পর্ক হারায়
গল্প হারায়
কবিতা হারায়
মানুষ হারায়
অনুভূতি রয়ে যায়;

আমরা দূরে সরে গেছি,
অনেক অনেক দূরে
পরস্পর থেকে পরস্পরে,
তবু আজো আমি ভালোবাসি তোকে
তুই ভালোবাসিস তাকে
সে ভালোবাসে আমাকে,
ঘুরছে ভালোবাসা চক্রাকারে
অনুভবে আর অনুভবে;

চক্র পূর্ণ হলে কবিতা মরে যাবে।

শনিবার, ১২ মার্চ, ২০১৬

তুই স্বপ্ন, আমি অন্ধকার



তুই স্বপ্ন, আমি অন্ধকার

- যাযাবর জীবন

ডিমের কুসুম ভেঙে পাহাড়ে সূর্যোদয়
আলো ভাঙতেই সকাল,
বেলা গড়াতে গড়াতে সূর্যাস্ত সাগরে
সন্ধ্যে হারিয়ে যেতে যেতে অন্ধকার,
চোখ বুজলেই স্বপ্নে তুই
চোখ মেলতেই হাহাকার;

আয়নার এপাশে আমি
ওপাশটায় প্রতিবিম্ব আমারই
হৃদয়ের এপাশটায় চাঁদ
ওপাশটায় চাঁদনি,
তুই স্বপ্ন
আমি অন্ধকার;

কখনো আমি মাড়িয়ে চলি ছায়াকে
কখনো আমারই ছায়া আমা থেকে অনেক দূরে সরে যেতে যেতে
তোর দরজায়,
তুই কায়া;
হৃদয় মাড়িয়ে যেতে
তোর জুড়ি মেলা ভার;

চাঁদ কিংবা সূর্য
দিন কিংবা রাত
আলো কিংবা অন্ধকার
ভালোবাসা আর অনুভব,
কোন কিছুই তোর স্বত্বায় আঁচর ফেলে না,
আমার স্বত্বায় শুধুই তুই।






শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

অবোধ্য



অবোধ্য
- যাযাবর জীবন

তোকে ভালোবাসার দিন
স্তব্ধ ভাবনার,
তোর আগমনী রাত
স্বপ্নের
নির্ঘুমের
কান্নার;
মেয়েরা ছলনায় পটু হয় সে তো জানা কথা
তুই তার চেয়েও এক কাঠি বাড়া, অবোধ্য নারী।

উপচানো ভালোবাসা নারীত্বের রঙে রঙিন
প্রেম ভাইরাসে আক্রান্ত সাদাকালো পুরুষগুলো
ছলাও যে অভিনয় কলা কবে বুঝবে পুরুষ?
ও হে নীল রক্তের নারী, বুক চিড়লে লাল কেন তোর?

তোর চুলে মেঘের ভেলা
চিরুনি বেয়ে নেমে আসে অনুভবে
ভালোবাসার আবেশে পুরুষ
কলমে কবিতা বোনে;
ক্ষরণ বুঝিস কি তুই? হে নারী।

মাটি ঘুমিয়ে পড়বে মাটির ঘরে, তোকে বুঝতে বুঝতে
ভালোবাসা বুঝবি কবে? হে নারী।

.....

বুধবার, ৯ মার্চ, ২০১৬

চক্র, ক্রমাগত



চক্র, ক্রমাগত
- যাযাবর জীবন

কিছু দুঃখ খুব একান্ত
কিছু কষ্ট কেও বোঝে না
হাসিমুখ চিরচেনা;
মন তেঁতে উঠতেই লাল
প্রেম গরম হলেই বিছানা
ভালোবাসে কেন এত ভয়?
বুক উদলা করে দিলেই কি আর মন দেখা যায়?
মনের কথায় শরীর
রিপুর কথায় নয়,
দুঃখ কষ্ট'তো জীবনে থাকবেই
জনসমক্ষে ঢোল পেটাতে হয়?
ভালোবাসায় লাল রঙ ছড়িয়ে দিলেই অভিমান
মন খারাপের ঝড়ে মনাকাশ থেকে লাল রঙ সরে গেলেই
পুরনো ভালোবাসার বৃষ্টিতে ভিজতে থাকে ভেতর।

একটি দমবন্ধ চুমু খা,
তারপর তুইও ভিজে যা
ভেতর ও বাইরে;
তারপর না হয় আবার অভিমানের ঝড়
নতুন করে
পুরনো প্রেমে।

চক্র ঘুরতেই থাকে,
ক্রমাগত;
প্রেম ও অভিমানের,
ভালোবাসার ঘরে।





এক এক সময়



এক এক সময়
- যাযাবর জীবন

কি সব কথা যে মনে হয়!
মন খারাপের এক এক সময়;
সকাল দুপুর বিকেল কিংবা রাতের প্রহর
কিছু রাতে নির্ঘুম চোখ দেখে ভোর
সময়ে কি এসে যায়?
যখন সময় থেমে রয়।

এই তো মাত্র সেদিনকার কথা
খেলায় খেলায় গড়া প্রেমের খেলাঘর
চেয়ে দেখ আজ ভাংছে বালির ঘর
স্বপ্ন-মগ্ন দিনগুলো পলকের আগেই কেমন ফুরিয়ে গেলো
সময়ের আগে বিচ্ছেদ ধেয়ে এলো
কি? এবার বিশ্বাস হলো?
মনের সাথে গাঁট বেঁধে থাকা মোহ মায়া
বলেছিলাম না? প্রেম অন্ধকারের ছায়া;

অনুভূতি, অনুভব তো মানুষের হাতে নয়
মনকে শাসনে বেঁধে রাখতে হয়
পেরেছিস কি তুই?
আমিই কি পেরেছি? বেড়ি দিতে মনে
সচেতনে কিংবা আনমনে,
কেন যে মন ছুটে পালায়? তোকে ছুঁতে,
অনুভবে আর অনুভবে
মন ছুঁতে মনে।

ধ্যাত!
কি সব কথা যে মনে হয়!
মন খারাপের এক এক সময়।







বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

নত




নত
- যাযাবর জীবন

প্রেমে নত হতে শিখি'নি আমরা কেহ
না তুই না আমি
না মাটিতে পড়ে থাকা ঐ নিথর মাটির দেহ,
অথচ একটু নত হলেই
ঘর হত
সংসার হত
জড়িয়ে থেকে এক হত ভালোবাসায় দুটি দেহ;

দুটি দেহের জড়িয়ে থাকার নাম বুঝি ভালোবাসা?

তবে চল!
নত হতে হতে চন্দ্রনাথ পাহাড় চড়ি,
পাহাড়ের ওপারে তুই আর আমি
চাঁদ দেখবে আমাদের ভালোবাসার জড়াজড়ি;
ঈর্ষাহ্নিত হতে হতে নত হবে ঐ দিগন্ত বিস্তীর্ণ চাঁদনি।

চল নত হই ভালোবাসায়, একটিবার;
তুই আর আমি।