বুধবার, ২৩ মার্চ, ২০১৬

তোর আমার




তোর আমার
- যাযাবর জীবন

শরীরটা আমার
মনে তুই
চোখের আড়ালেই ভালো আছিস
আর খুব মাঝে মাঝে এক পলকের দেখা
তোর চোখে তাকালেই আমি হারিয়ে যাই তোতে;

শরীরটা তোর
মনে আমি
ভালোবাসা সর্বনাশা
দূরে আছিস বেশ আছিস
কাছে থাকলেই তোর প্রেম হয়ে যেত আমাতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন