ছল
- যাযাবর জীবন
এখন তুই নিদের দেশে বালিশ পাশে রাতঘুমে
স্বপ্নগুলো তোর আঁখিতে তিতলি হয়ে চোখ চুমে
আমি এখন কাজের মাঝে ব্যস্ত সময় দমবন্ধ
তোর কথা মনে হলেই মনে মনে মন-বন্ধ;
ঘুমের মাঝে আমি এলেই চমকে তোর ঘুম ভাঙবে
ঘুম ভাংতেই স্বপ্ন উধাও সূর্য এসে চোখ চুমবে
আমার কথা মনে হতেই মুখে হাসি চোখে জল
প্রেম বুঝি নি, তোকে বুঝি নি, বুঝি নি তোর প্রেমের ছল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন