তুই স্বপ্ন, আমি অন্ধকার
- যাযাবর জীবন
ডিমের কুসুম ভেঙে পাহাড়ে সূর্যোদয়
আলো ভাঙতেই সকাল,
বেলা গড়াতে গড়াতে সূর্যাস্ত সাগরে
সন্ধ্যে হারিয়ে যেতে যেতে অন্ধকার,
চোখ বুজলেই স্বপ্নে তুই
চোখ মেলতেই হাহাকার;
আয়নার এপাশে আমি
ওপাশটায় প্রতিবিম্ব আমারই
হৃদয়ের এপাশটায় চাঁদ
ওপাশটায় চাঁদনি,
তুই স্বপ্ন
আমি অন্ধকার;
কখনো আমি মাড়িয়ে চলি ছায়াকে
কখনো আমারই ছায়া আমা থেকে অনেক দূরে সরে যেতে যেতে
তোর দরজায়,
তুই কায়া;
হৃদয় মাড়িয়ে যেতে
তোর জুড়ি মেলা ভার;
চাঁদ কিংবা সূর্য
দিন কিংবা রাত
আলো কিংবা অন্ধকার
ভালোবাসা আর অনুভব,
কোন কিছুই তোর স্বত্বায় আঁচর ফেলে না,
আমার স্বত্বায় শুধুই তুই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন