বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

নত




নত
- যাযাবর জীবন

প্রেমে নত হতে শিখি'নি আমরা কেহ
না তুই না আমি
না মাটিতে পড়ে থাকা ঐ নিথর মাটির দেহ,
অথচ একটু নত হলেই
ঘর হত
সংসার হত
জড়িয়ে থেকে এক হত ভালোবাসায় দুটি দেহ;

দুটি দেহের জড়িয়ে থাকার নাম বুঝি ভালোবাসা?

তবে চল!
নত হতে হতে চন্দ্রনাথ পাহাড় চড়ি,
পাহাড়ের ওপারে তুই আর আমি
চাঁদ দেখবে আমাদের ভালোবাসার জড়াজড়ি;
ঈর্ষাহ্নিত হতে হতে নত হবে ঐ দিগন্ত বিস্তীর্ণ চাঁদনি।

চল নত হই ভালোবাসায়, একটিবার;
তুই আর আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন